Monday, December 11, 2017

ইউটিউবে সাবস্ক্রাইবার এবং ভিউ বৃদ্ধি করার ৫ টি উপায়
5-way-how-to-increase-youtube-subscribers

সাবস্ক্রাইবার বৃদ্ধি করার পূর্বে সর্বপ্রথম জানতে হবে কেন ইউটিউবে সাবস্ক্রাইবার প্রয়োজন। সাবস্ক্রাইবার হল তারা যারা আপনার কন্টেন্ট পছন্দ করেছে, আপনাকে ফলো করেছে এবং যারা আপনার পরবর্তী কন্টেন্টিও দেখতে চায়। এছাড়া একজন সাবস্ক্রাইবার হল সেই ব্যক্তি যিনি আপনার নতুন ভিডিও দেখে, লাইক দেয় কমেন্ট করে আবার শেয়ারও করে। যার কাছে আপনি পণ্য বা সার্ভিস বিক্রয় করতে পারবেন, যার শেয়ারের মাধ্যমে আপনার ফলোয়ার এবং কাস্টমার বৃদ্ধি পায়। এছাড়াও যখন কেউ আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে এবং পরবর্তীতে তার ইউটিউব অ্যাকাউন্ট লগইন করবে তখনই তার ইউটিউব এর হোম পেজে আপনার ভিডিও দেখতে পাবে এতে করে ভিউ বৃদ্ধি পাবে। আর যত বেশি সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে তত বেশি ইনকামের স্থায়িত্ব বৃদ্ধি পাবে। সুতরাং আমরা সহজেই বুঝতে পারি সাবস্ক্রাইবারের গুরুত্ব কত। তাই ভিডিও মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ন লক্ষ্য থাকে সাবস্ক্রাইবার বৃদ্ধি করা।

এখন চলুন জানি কিভাবে সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে হয়?

১. সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করাঃ
Call To Action ডিজিটাল মার্কেটিং এর জন্য খুবই কার্যকরী। ভিডিও মার্কেটিং এর ক্ষেত্রেও এটি অনেক কার্যকরী। আপনার ভিডিও শেষ হওয়ার পূর্ব মূহুর্তে আপনার ভিউয়ারদের চ্যানেল সাবস্ক্রাইব করতে আহ্বান করুন। এই আহ্বান বা Call To Action আপনার সাবস্ক্রাইবার বৃদ্ধি করবে দ্রুত। তবে এই আহ্বান সঠিক ভাবে উপস্থাপন করতে হবে। ভিডিও তে Call-To-Action ব্যবহারের ক্ষেত্রে ৩টি বিষয় তুলে ধরতে হবেঃ
~ তাদেরকে বলুন কি করতে হবে?
~ তাদেরকে বলুন কেন সাবস্ক্রাইব করা প্রয়োজন ?
~ তাদেরকে বলুন কিভাবে করতে হবে?
যেমনঃ বলতে পারেন আপনি যদি আমার আরও নতুন নতুন টিপস পেতে চান তাহলে এখুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।

২. Annotation ব্যবহার করুনঃ
Annotation হল ছোটএকটি স্টিকি নোট যা মানুষ তার ভিডিওতে ব্যবহার করে। এটি সাবস্ক্রাইবার বা ভিউ দুটোই বৃদ্ধি করতে সাহায্য করে। যদিও কিছু কিছু ভিডিও মার্কেটাররা এটি বেশি রকম ব্যবহার করে যা বিরক্তির কারণ হয়ে দারায়। তাই Annotation এমন ভাবে ব্যবহার করুন যাতে তা ভিউয়ারদের বিরক্ত না করে আপনার সাবস্ক্রাইবার বৃদ্ধিতে সাহায্য করে। Annotation ব্যবহার করার ক্ষেত্রে আপনি দুই ভাবে ব্যবহার করতে পারেন।
~ ইউটিউবে যে সকল Annotation রয়েছে সে Annotation গুলোতে চ্যানেলের লিঙ্ক ব্যবহার করতে পারেন বা আপনার অন্য ভিডিও এর লিঙ্ক ব্যবহার করতে পারেন ।
~ গ্রাফিক্সের মাধ্যমে কোন একটি বাটন ডিজাইন করে তা ভিডিও এ অন্তরভুক্ত করা এবং সেই বাটনে ইউটিউবের স্পট লাইট Annotation ব্যবহার করা যার সাথে আপনার চ্যানেলের লিঙ্ক যুক্ত থাকবে। এটি ভিউয়ারদের চোখে পড়ে বলে খুব কার্যকর।

৩. ব্লগে ইউটিউব Widget ব্যবহার করাঃ
যদি আপনার কোন ওয়েব প্রোপার্টি থাকে যেখানে অনেক বা ভালো ট্রাফিক আসে সেই প্রোপার্টি আপনার সাবস্ক্রাইবার বৃদ্ধিতে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার যদি কোন ব্লগ থাকে সেই ব্লগে এম্বেড করে ভিডিও রাখার মাধ্যমে সাবস্ক্রাইবার বৃদ্ধিতে কাজে লাগাতে পারেন। সে জন্য আপনাকে ব্লগে ইউটিউব সাবস্ক্রাইবার Widget ইন্সটল করতে হবে। Widget টি ইন্সটল করা খুব সহজ।

৪. নিয়মিত যোগাযোগ রক্ষা করুনঃ
ইউটিউব হচ্ছে একটি কমিউনিটি। যেখানে একজন আরেকজন এর সাথে সম্পর্ক তৈরি হয়, একজন আরেকজনের সাথে বিভিন্ন লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে তথ্য আদান প্রদান করে।তাই আপনিও আপনার নিশের অন্যান্য ভিডিও কন্টেন্ট তৈরি কারকদের সাথে যোগাযোগ সম্পর্ক তৈরি করুন। তাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করুন, লাইক দিন শেয়ার করুন। এর ফলে আপনার সাথে তার সম্পর্ক তৈরি হবে তার সাবস্ক্রাইবাররা আপনার কমেন্টস পড়ে আকৃষ্ট হবে।
প্রয়োজন হলে একদিন সময় নিয়ে বের করুন আপনার নিশের উপর কোন কোন চ্যনেল রয়েছে। তাদের একটি লিস্ট তৈরি করুন তাদের সাথে যোগাযোগ করুন, তাদের পোষ্টে কমেন্ট করুন। সাবধান কোন রকম স্পমিং কমেন্ট করবেন না। প্রাসঙ্গিক এবং তথ্যমূলক কমেন্ট করুন। তাহলেই সেই ভিডিও মার্কেটার এবং চ্যানেলের সাবস্ক্রাইবারদের আকৃষ্ট করতে পারবেন।

৫. ধারাবাহিকভাবে ভিডিও দিনঃ
ভিডিও এর ধারাবাহিকতা সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে সাহায্য করে। ভিউয়ারস যখন কোন ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে ইউটিউব তখন সেই ভিডিওটি তার ভালো লেগেছে মনে করে নতুন ভিডিও হোম পেজে দেখায়। যার ফলে ভিউরাস প্রথম ভিডিওতে সাবস্ক্রাইব না করলেও নতুন ভিডিও দেখার সময় সাবস্ক্রাইব করার সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই একটি ভিডিও প্রকাশের পর দীর্ঘ বিরতি না দিয়ে নির্দিষ্ট সময় পর পর ভিডিও প্রকাশ করা উচিত।


Find me - 
twitter - Fundamental Sharif
Yourtube Fundamental Sharif

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincidunt ut laoreet dolore magna Veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat.

0 comments:

Post a Comment

Start Work With Me

Contact Us
Dhaka, Bangladesh
Md Shahidul Islam Sharif
+8801677-118081, +8801707073323